‘করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব’ প্রতিপাদ্যে নেত্রকোণার পূর্বধলায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (৮ মার্চ) বেলা ১১টায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা হলরুমে ইউএনও উম্মে কুলসুমের সভাপতিত্বে মহিলা বিষয়ক কর্মকর্তা কানু লাল চাকীর সার্বিক তত্ত্ববধানে উপসহকারি কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম সবুজের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, ভাইস চেয়ারম্যান রাজ্জাক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সুমি আকন্দ, সহকারি কমিশনার (ভূমি) নাসরিন বেগম সেতু, শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বেগম, সাংবাদিক এমদাদুল ইসলাম প্রমুখ।
অপরদিকে দুপুরে উপজেলা চত্বরে ওর্য়াল্ড ভিশন বাংলাদেশ পূর্বধলা এপির সহযোগিতায় শিশু ফোরামের উদ্যোগে বাল্যবিবাহ বিরোধী নাটিকা প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Leave a Reply