ময়মনসিংহে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সাংবাদিক চন্দন কৃষ্ণ রায় (৫৪) মারা গেছেন।
শনিবার (৬ মার্চ) বিকাল আনুমানিক ৫টার দিকে ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার শ্যামগঞ্জ-ময়মনসিংহ সড়কের গাছতলা নামক এলাকায় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাটি ঘটেছে।
এতে ঘটনাস্থলেই সাংবাদিক চন্দন কৃষ্ণ রায় মারা যান। এ ঘটনায় সিএনজিচালকসহ তিনজন আহত হয়েছে। পরে তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নিহত সাংবাদিক চন্দন কৃষ্ণ রায় নেত্রকোনা জেলার দুর্গাপুর পৌর শহরের পদ্মপুকুর পাড় এলাকার স্বগীয় বিশ্বেশ্বর রায়ের ছেলে।
তিনি দৈনিক আমাদের সময় পত্রিকার উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
নিহতের স্বজনদের বরাত দিয়ে জানা যায়, সাংবাদিক চন্দন কৃষ্ণ রায় আজ শনিবার সকালে বিভাগী প্রেসক্লাবের মিটিং এ যোগদান করতে ময়মনসিংহে গিয়েছিলেন। কাজ শেষে সিএনজিযোগে দুর্গাপুরের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিলেন।
Leave a Reply