নেত্রকোনার পূর্বধলায় মুজিববর্ষ উপলক্ষ্যে পূর্বধলা সরকারি কলেজ’র আয়োজনে বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় পুর্বধলা জেএম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে উৎসবমুখর পরিবেশে বঙ্গবন্ধু ক্রিকেট টুর্নামেন্ট-২০২১ এর উদ্বোধন করা হয়।
টুর্নামেন্টের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারুল হক রতন।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক নুরুন্নাহার খানম লিপি, প্রভাষক এমদাদুল হক বাবুল, প্রভাষক সেলিম জাহাঙ্গীর, প্রভাষক মোহাঃ আবু হানিফ তালুকদার রাসেল, প্রভাষক মেজবাহুল জান্নাত রানা, প্রদর্শক শাহজালাল কবির খান, ক্রিড়া শিক্ষক শামছুল হক তালুকদার শামিমসহ প্রাক্তন শিক্ষার্থীরা।
টুর্নামেন্টে রাজধলা কিংস, কংস টাইটান্স, ব্রক্ষপুত্র ফাইটার্স ও ধলাই টাইটান্স এই ৪টি দল লিগ পদ্ধতিতে খেলবে।
Leave a Reply