নেত্রকোনার পূর্বধলায় রবিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটা দিকে ২৭২ নম্বর ডাউন ট্রেনটি জারিয়া-ময়মনসিংহ রেলপথে খলিশাউড় ইউনিয়ন পরিষদের সামনের ধরা নামক স্থানে পৌঁছালে সেখানে ট্রেনে কাটা পড়ে রেখা আক্তার (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন।
নিহত রেখা আক্তারের বাড়ি পূর্বধলা উপজেলার খলিশাউড় ইউনিয়নের জাওয়ানি গ্রামে।
গৌরীপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির এ এস আই ফারুক আহমেদ জনান, নিহত রেখা আক্তার দীর্ঘদিন যাবত মানসিক বিকারগ্রস্ত ছিলেন।
এ বিষয়ে জনপ্রতিনিধিসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ নিহতের লাশ ময়নাতদন্তে না নেওয়ার জন্য আবেদন করলে তার ভিত্তিতে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন তাদের অনুমতি সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply