নেত্রকোনার পূর্বধলায় কাজলা নবী হোসেন উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চারতলা ভবনের সিড়ি কোটায় গলায় দড়ি দিয়ে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় জর্জ মিয়া (১৬) নামে এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৫ ফেব্রুয়ারী) রাত ১১ টার দিকে উপজেলার বৈরাটি ইউনিয়নের কাজলা গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
নিহত জর্জ মিয়া পূর্বধলা উপজেলার দক্ষিন কাজলা গ্রামের আব্দুল মান্নানের ছেলে এবং কাজলা নবী হোসেন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র ছিল।
পুলিশ সুত্রে জানাযায় নিহত জর্জ মিয়া সন্ধ্যায় বাড়ি থেকে ঘুরতে বের হয়। পড়ে রাত সারে ১১টার দিকে স্থানীয় দুই যুবক নবনির্মিত ভবন দেখতে গিয়ে তার লাশ ঝুলে থাকতে দেখতে পায় তাদের ডাক চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসে এবং পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ রাতেই লাশ উদ্ধার করে পরদিন ময়না তদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালে প্রেরন করে।
এটি আত্মহত্যা না হত্য এনিয়ে এলাকায় নানা গুঞ্জন শোনা যচ্ছে।
শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক (ইনচার্জ) ফেরদৌস আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন পুলিশ এ ব্যাপরে গুরুত্বসহকারে তদন্ত করছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে প্রেরন করা হয়েছে। ময়না তদন্তের রির্পোট হাতে পেলেই প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।
ছুটিতে থাকা নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুরশেদা আক্তার জানান প্রকৃত ঘটনা উৎঘাটনের জন্য পুলিশ তদন্ত করছে।
Leave a Reply