নেত্রকোনার পূর্বধলায় শিশু শিার্থীকে (১০) বলাৎকারের অভিযোগে শনিবার (২ জানুয়ারী) রাতে আ: বারেক (৪৮) নামের এক সিএনজি চালককে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত আ: বারেক উপজেলার বিশকাকুনী ইউনিয়নের ধোবারুহী গ্রামের আ: কাদিরের ছেলে।
পুলিশ সূত্রে জানাযায়, আ: বারেকের ছেলে ও ধর্ষিত ছেলে একই মাদরাসার ছাত্র।
গত ২৪ ডিসেম্বর২০২০, আ: বারেক এর ছেলে ও ধর্ষিত ছেলে কে নিয়ে রাত্রে মাহফিলে থেকে ফেরার পথে নিজ ছেলে কে মাদরাসায় পাঠিয়ে ওই ছেলেকে বাড়ি পৌঁছানোর কথা বলে বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শক করে বলাৎকার করে।
বাড়ি ফিরে ছেলে তার মাকে ঘটনা খুলে বলেল মা ছেলেকে হাসপাতালে ভর্তি করে।
পরে থানায় এসে অভিযোগ করলে সিএনজি চালক আ: বারেক কে গ্রেফতার করা হয়।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তাওহীদুর রহমান, ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পূর্বধলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলা দায়ের করেছেন।
Leave a Reply