প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ( পিআইবি) এর আয়োজনে প্রতিষ্ঠানটির সেমিনার কক্ষে নেত্রকোনার পূর্বধলা ও দুর্গাপুর উপজেলায় কর্মরত সাংবাদিকদের ৩দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের (আবাসিক) সমাপন অনুষ্ঠান শুক্রবার (৪ ডিসেম্বর ) অনুষ্ঠিত হয়েছে ।
অনুষ্ঠানে সভাপ্রধান হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি) এর মহাপরিচালক জাফর ওয়াজেদ,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক জনকণ্ঠ পত্রিকার সিনিয়র রিপোর্টার রাজন ভট্টাচার্য প্রমুখ।
প্রশিক্ষণটির সার্বিক সমন্বয়কের দায়িত্ব পালন করেন পিআইবি’র প্রশিক্ষক শাহ আলম সৈকত। প্রশিক্ষণে নেত্রকোনা জেলার পূর্বধলা ও দূর্গাপুর উপজেলার মোট ২৮ জন প্রিন্ট ও মিডিয়ার সাংবাদিক অংশগ্রহণ করেন। তিনদিন প্রশিক্ষণ শেষে তাদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়।
এতে বক্তব্য প্রদান করেন প্রধান অতিথি অসীম কুমার উকিল এমপি,সভা প্রধান পিআইবি এর মহাপরিচালক জাফর ওয়াজেদ,বিশেষ অতিথি জনকণ্ঠের সিনিয়র রিপোর্টার রাজন ভট্টাচার্য,পূর্বধলা প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুল আলম শাহিন,দুর্গাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম,নারী সাংবাদিক সুহাদা মেহজাবিন প্রমুখ।
Leave a Reply